Skip to main content

Posts

Showing posts from April, 2018

নিন্দাবাদের মনস্তত্ব

‘আচ্ছা, মহাত্মা গান্ধী নাকি কম বয়সী মেয়েদের সাথে ন্যাংটো হয়ে শুয়ে ব্রহ্মসাধনা করতেন?’ ‘আপনি যেভাবে কাজটা করলেন, তা একেবারেই সঠিক নয়’ ‘আপনার কাজকর্ম দেখে মনে হচ্ছে, আপনি একজন মহান মানুষ’ ‘তোর চেহারা দেখতে একেবারে দিলদারের মত’ ‘বাহ, আপনি তো দেখছি বিশাল পণ্ডিত। এত কিছু কেমনে জানলেন?’  ‘ছেলেটার অনেক সমস্যা আছে’ ‘ঐ মেয়ের ইতিহাস আমি ভালভাবেই জানি’ ‘ও কি কিছু পারে?’ --হ্যাঁ, ঠিক ধরেছেন! এগুলো হল আমাদের চারপাশের মানুষগুলোর কিছু পরিচিত নিন্দা, কুৎসা ও ঠাট্টা । বেশির ভাগ মানুষ পরচর্চা করে ও খ্যাতিমান ও সম্মানীয় ব্যক্তিদের নোংরা দিক নিয়ে আলোচনা উপভোগ করে তাদের জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দেয়। যেভাবেই হোক, একজন মানুষের একটা না একটা খুঁত বের করবেই । কেউ তা প্রকাশ করে সামনা সামনি, কেউ আলোচনা করে আড্ডায়। কেউ লিখে প্রকাশ করে, কেউ বলে আকারে ইঙ্গিতে- ঠাট্টা-তামাশা করে। মজার ব্যাপার হল, যে যত বেশি উদ্যোগী, কর্মঠ, পরিশ্রমী ও স্বাপ্নিক- তার তত বেশি সমালোচনা ও নিন্দা হয়ে থাকে। কিন্তু, কেন এ প্রবণতা? আসুন জানার চেষ্টা করি এর পেছনের কারণগুলো ।   ১। সফল ব্যক্তির সাফল্য অন্যের ব্যর্থতাকে স্মরণ করিয়ে দেয়...