এখনো সুখের পায় নি স্পর্শ বিমর্ষ কোন রাত,
এখনি হাঁটি নি মুঠোয় চেপে বালিকার কোন হাত।
এখনো জ্যোছনা ছড়ায় নি আলো জোনাকি ফুটবে বলে
এখনো জোনাকি ওঠে নি জেগে, একা সে তারকা জ্বলে।
এখনো কুঁড়ির সুরভি ছোটে নি সন্ধ্যার অবসানে,
এখনো দোয়েল শিস বাজায় নি ফাগুনের কানে কানে ।
এখনো পাঁপড়ি খায় নি ক দোল প্রজাপতিটির পাখায়,
এখনো পায়েল হয় নি বাঁধা বালিকার নাঙা পায়।
এখনো রাখীতে বদলে নিই নি কপালের কালো টিপ
একাকি নিশির প্রহর কাটাই জ্বেলে স্বপ্নের দীপ।
কখনো মানবী-চক্ষু ছোটায় মায়াবী চাহনি-ঢল,
এখনো ঝর্ণা সিক্ত করে নি হৃদয়ের ধরাতল ।
বিরাগী আমার রঙ ও তুলিতে ক্যানভাসে টানি রেখা,
একবার মুছি, বার বার খুঁজি- পাই না তবু তো দেখা।
এখনো তোমার কাজল স্বপ্নে চলি অজানায়, প্রিয়!
দ্বার খোলে মোরে নাই যদি পাও, বাতায়নে ফুল দিও।
Comments
Post a Comment