আসলে আমি মারা গেছি বহু আগেই
এই যাকে তোমরা দ্যাখছো
অদ্ভূত চোখে তাকিয়ে থাকে
মাঝে মাঝে কথা বলে
কামরুল নামে যাকে সম্বোধন করো
বিশ্বের দুরন্ত কয়েকশ শর যখন
তার অলিন্দের রক্তে ভেজালো মাটি
নষ্ট কীটের জিহ্বা তখন চেটে চেটে শুষে নিল
অবশিষ্ট আত্মাও
কেউ এসে খাইয়েছিল এক ঢোক জল
কারো গলায় ভেসেছিল, ঐ দ্যাখো না পাগল
শুশ্রুষার কোন হাত তার হাত ধরে নি,
হয়ত সে ফণীমনসাই ছিল।
তারপর আগুনের এক নদী পেরোতে গিয়ে
সে মরে গেল
মরে গেল।
Comments
Post a Comment